সাকিব শাকিল
এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা
যাই তাকে ছুঁয়ে দিয়ে বলি
ঘুম কেন আসে চোখে
নির্ঘুম পতঙ্গদের নিয়ে চলা এ ক্ষণ
সব দিকে যাও শুধু যেও না আলোতে।
পৃথিবীতে তাই বুঝি অন্ধকার নেমে আসে প্রতিদিন
আর পতঙ্গেরা জেগে থাকে ঈপ্সিত আশাব্যঞ্জনায়
তবু সংকট ঘিরে ধরে শরীরে
প্রতিটা রাতের শেষে চলে আসে রুপালি ভোর
আরও একটি অন্ধকারের আশায়—
যেন বহুকাল জেগে আছি সারাদিনমান প্রহর।