Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা

সাকিব শাকিল

এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা

এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা
যাই তাকে ছুঁয়ে দিয়ে বলি
ঘুম কেন আসে চোখে
নির্ঘুম পতঙ্গদের নিয়ে চলা এ ক্ষণ
সব দিকে যাও শুধু যেও না আলোতে।

পৃথিবীতে তাই বুঝি অন্ধকার নেমে আসে প্রতিদিন
আর পতঙ্গেরা জেগে থাকে ঈপ্সিত আশাব্যঞ্জনায়
তবু সংকট ঘিরে ধরে শরীরে
প্রতিটা রাতের শেষে চলে আসে রুপালি ভোর
আরও একটি অন্ধকারের আশায়—
যেন বহুকাল জেগে আছি সারাদিনমান প্রহর।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস