রামগরুড়ের ছানা হাসে হুলোর শোনায় গান
কে ধরছে আবোল তাবোল গোষ্টপুরের তান।
মনের মাঝে তবলা বাজে ধাঁই ধপাধপ ধাঁই
খেয়াল রসে সবাই মজে রসের ফর্দাফাঁই।
হেড আফিসের বড় বাবু গোঁফ চুরি হয় যার
মন্দ সে নয় পাত্র ভাল রংটি চমৎকার।
কুমড়োপটাশ কুমড়োপটাশ নাচে ও গান গায়
হাসির চোটে রাজার হাতি কেবল মূর্ছা যায়।
ছন্দে গতি ভাব-সমাবেশ নিপুণ হাস্যরস
পাগলা দাশু পাগল নাকি মিচকেমিতে বস?
অনেক কথা শুনেন না আর বুঝেন সবই ভুল
ভব দুলাল নড়েন চড়েন নড়েন না এক চুল।
সেই যে অবাক জলেপানে মন মারছে জোরে ঘাই
পেছন ফিরে দেখলে আমার কিশোরবেলা পাই।
শিশুকিশোর সব বয়সে স্পর্শ করে যায়
একশ বছর পরও অমর সেই সুকুমার রায়।