আবদুল্লাহ আল ইমরান
যতবার যাই দূরে সরে একা
ডেকে নিয়ো তুমি কাছে,
তোমার দু’চোখে আমার কিছু
দুঃখ জমা আছে।
নির্জন কোনো দুপুরের মতো
হাহাকার জাগে বুকে,
শত বেদনার ফুল ফুটে আছে
অভিমানী নতমুখে।
বুকে ধরে রাখো বিগত ব্যথা
অভিযোগ তোলা থাক
দেখা হলে ফের মিলিয়ে নিয়ো
কে যে কার অনুতাপ!
পিছে পড়ে রয় হিজলের বন
হাওড় ডিঙানো শোক
পথের কিনারে পাহারায় তবু
তোমার ডাহুক চোখ!