Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

তোমার ডাহুক চোখ

আবদুল্লাহ আল ইমরান

তোমার ডাহুক চোখ

যতবার যাই দূরে সরে একা
ডেকে নিয়ো তুমি কাছে,
তোমার দু’চোখে আমার কিছু
দুঃখ জমা আছে।

নির্জন কোনো দুপুরের মতো
হাহাকার জাগে বুকে,
শত বেদনার ফুল ফুটে আছে
অভিমানী নতমুখে।

বুকে ধরে রাখো বিগত ব্যথা
অভিযোগ তোলা থাক
দেখা হলে ফের মিলিয়ে নিয়ো
কে যে কার অনুতাপ!

পিছে পড়ে রয় হিজলের বন
হাওড় ডিঙানো শোক
পথের কিনারে পাহারায় তবু
তোমার ডাহুক চোখ!

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস