শাফিনুর কামাল
ভালোবাসি বলে বন্ধু সুযোগ নিয়েছ ঢের
কষ্টের আগুনে পুড়িয়েছ ফের
ঠিকানাহীন পথে ছেড়ে গিয়ে; সুখে ভেসেছ ফের।
নীলের আকাশ নীলে ছেয়ে গেলে, সুবিমল হয় কেউ;
দুঃখ আমার অতীব দুঃখে পথ হারায়ে হাঁটে
সুখ আর খোঁজে না, নিজেকে শুধুই বোঝে।
ভালোবাসি বলে বন্ধু, সুযোগ নিয়েছ ঢের
কলঙ্কের তিলক দিয়েছ এঁকে, স্বস্তি নিয়েছ প্রচুর।
ভালোবাসি বলে বন্ধু, সমুদ্র হলো এই বুক
দুঃখ ঢেউ খেলে, জলে জলে সুখ।