নেলসন
নিজের লাশের পাশে দ হয়ে বসে আছি
আদুরে আঙুলে শুনছি নিজেরই কঙ্কাল
সে কোন জঞ্জাল ফুঁড়ে এসেছি আমি
সমস্ত পৃষ্ঠায় খেলে চলে রাত-মাস্টার
ছিন্ন পাদটিকা উড়ে যায় একা একা
মেঘহীন নেচে চলে মাতাল ময়ূর
নিজের লাশের পাশে বুঁদ হয়ে বসে থাকি
পরিত্যক্ত আলোর নিচে একাকী স্বজন
ব্যথা নেই কোনো, নেই হাহাকার।