Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

অন্তর্লীন অন্ধকারে

নেলসন

অন্তর্লীন অন্ধকারে

নিজের লাশের পাশে দ হয়ে বসে আছি
আদুরে আঙুলে শুনছি নিজেরই কঙ্কাল
সে কোন জঞ্জাল ফুঁড়ে এসেছি আমি

সমস্ত পৃষ্ঠায় খেলে চলে রাত-মাস্টার
ছিন্ন পাদটিকা উড়ে যায় একা একা
মেঘহীন নেচে চলে মাতাল ময়ূর

নিজের লাশের পাশে বুঁদ হয়ে বসে থাকি
পরিত্যক্ত আলোর নিচে একাকী স্বজন
ব্যথা নেই কোনো, নেই হাহাকার।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস