শাহরিয়ার শাহাদাত
আকাশ কালো মনিটর
মেঘলা সারা দুপুর ভর
শর্ষে-ইলিশ রান্নাঘর
টুপটাপ টুপ ঝরঝর
বৃষ্টি ভিজে আসল জ্বর।
ধিনতানা ধিন ধিনতানা
আকাশ মেঘের বিছানা
আইফা-মণি ভিজল সাথে
নাচল দুটি ফড়িংছানা।
শিয়াল ডাকে হুক্কাহুয়া
ডানা ঝেড়ে উড়াল দিল
বৃষ্টিভেজা কাকাতুয়া।