হোম > শিল্প-সাহিত্য > কবিতা

প্রসঙ্গ আবহমান

অরবিন্দ চক্রবর্তী

দরজা সত্য এবং দরজা মিথ্যা
যদি পুং
কাজ: খুলে ফ্যালা, খুলে রাখা

চিকরিকাটা বাংলো পেলে
উদ্যান করা যায়, লন্ঠনে লন্ঠনে

চাবি তখনো চাবি
তালা তখনো তালা

কে যে ব্যথা পায়!
গাছ জানে না
কিন্তু গাছের একান্ত গাছ জানে

দরজা আরও ঘনিষ্ঠ এসে
তোমার এবং তোমারও তোমার
স্পর্শকাতর লিচু ছুঁয়ে
সদাহাস্য গণজানালার বদনাম করে!

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন