Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শওকত মিয়া। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত শওকত মিয়া একই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও ফ্ল্যাক্সিলোড দোকানি। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শওকত মিয়া সাংবাদিকদের বলেন, ‘তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছালে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিল, তাই কাউকে চিনতে পারিনি।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

জটে গাড়ি চলে না, পথে সারতে হয় ইফতার

জৌলুশ হারিয়েছে বেইলি রোডের শাড়ির বাজার

‘বিদেশে থেকেও’ হামলার আসামি ইউপি চেয়ারম্যান

দরপত্র জমা দিতে যুব ও স্বেচ্ছাসেবক দলের বাধা

‘ভুয়া’ এইসির ভয়ংকর কাজ

আসামিরা জেলে, পরিবারের নারী সদস্যদের হত্যার হুমকিসহ সম্পদ লুটপাট করছে বাদীপক্ষ

আমরা যদি ভুল করি, জনগণ আমাদেরও ছাড়বে না: নুর

যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে, তাদেরকেই শত্রুজ্ঞান করব: হাসনাত

চট্টগ্রামে কেইপিজেডের পাহাড়ে আগুন, লোকালয়ে হাতি-আতঙ্ক

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ