হোম > সারা দেশ > বরিশাল

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান, জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। চারটি ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স আর এম ব্রিকস, মেসার্স জালাল এন্টারপ্রাইজ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্রিকস নামের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া।

গত ৭ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘বেতাগীতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের মালিকানাধীন মেসার্স আর এম ব্রিকস ইটভাটাসহ অন্যান্য ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ছাড়া কাঠ কাটার জন্য এসব ভাটার ভেতরে করাতকলও বসানো হয়েছে। এমন অভিযোগে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের ১ লাখ ২৫ হাজার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া বলেন, ‘ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে বেতাগী উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থকবে।’

বিএম কলেজের জীবনানন্দ হলের ডাইনিংয়ে অগ্নিকাণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ