ভোলা সংবাদদাতা
ভোলা জেনারেল হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা দায়িত্বরত চিকিৎসক ইরফান মাহমুদের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন।
এর আগে গত শুক্রবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক নাইমুল হাসনাতও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট পালন করেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জন মুনিরুল ইসলাম তত্ত্বাবধায়কের কক্ষে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁকেও অবরুদ্ধ করা হয়।
তবে সিভিল সার্জন বলছেন, তিনি অবরুদ্ধ নন। তিনি দুপুরের দিকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য তত্ত্বাবধায়কের কক্ষে যান।
বেলা ১টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীরা জানান, সকাল ৯টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়। অনেকে টিকিট কেটেও চিকিৎসক দেখাতে পারছেন না।
সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে বৃদ্ধ বাবা কাঞ্চনকে নিয়ে আসা ইউছুফ বলেন, ‘ডায়রিয়া ও বুকের ব্যথা নিয়ে শুক্রবার বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ডাক্তার বাবাকে ইসিজি পরীক্ষা দিয়েছেন। কিন্তু ইসিজি করাতে গিয়ে দেখি কক্ষ বন্ধ করে সব ডাক্তার ধর্মঘট করছেন। আজকে ইসিজি করাতে পারব কি না জানি না।’
জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক, নার্স ও স্টাফরা। তাই তাঁরা কর্মবিরতি পালন করছেন। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তারা আমাকেও অবরুদ্ধ করে রেখেছেন। আমি বিষয়টি ডিসি-এসপিসহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তবে জরুরি বিভাগে কাজ চলছে।’
ভোলা জেনারেল হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা দায়িত্বরত চিকিৎসক ইরফান মাহমুদের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন।
এর আগে গত শুক্রবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক নাইমুল হাসনাতও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট পালন করেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জন মুনিরুল ইসলাম তত্ত্বাবধায়কের কক্ষে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁকেও অবরুদ্ধ করা হয়।
তবে সিভিল সার্জন বলছেন, তিনি অবরুদ্ধ নন। তিনি দুপুরের দিকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য তত্ত্বাবধায়কের কক্ষে যান।
বেলা ১টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীরা জানান, সকাল ৯টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়। অনেকে টিকিট কেটেও চিকিৎসক দেখাতে পারছেন না।
সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে বৃদ্ধ বাবা কাঞ্চনকে নিয়ে আসা ইউছুফ বলেন, ‘ডায়রিয়া ও বুকের ব্যথা নিয়ে শুক্রবার বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ডাক্তার বাবাকে ইসিজি পরীক্ষা দিয়েছেন। কিন্তু ইসিজি করাতে গিয়ে দেখি কক্ষ বন্ধ করে সব ডাক্তার ধর্মঘট করছেন। আজকে ইসিজি করাতে পারব কি না জানি না।’
জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক, নার্স ও স্টাফরা। তাই তাঁরা কর্মবিরতি পালন করছেন। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তারা আমাকেও অবরুদ্ধ করে রেখেছেন। আমি বিষয়টি ডিসি-এসপিসহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তবে জরুরি বিভাগে কাজ চলছে।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
১ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
২ ঘণ্টা আগে