Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অব্যাহতি দেওয়া সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন। ছবি: সংগৃহীত
অব্যাহতি দেওয়া সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার ক্ষমতা উপাচার্য রাখেন না, এটি আইনবহির্ভূত।

বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আপনি (অধ্যাপক মোহাসীন) ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য এবং একাডেমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এরপরও গত ৭ অক্টোবর আপনাকে ওই পদে পুনর্বহাল করা হয়। গত ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় উপস্থিত না হয়ে বরং তা বয়কট করেছেন। ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। উপাচার্যকে পতিত সরকারের দোসর বলে মন্তব্যও করেছেন। অথচ পুলিশ ভেরিফিকেশনে আপনাকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করা হয়েছে।’

তবে অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। এই ফোরাম থেকে অব্যাহতি দেবে একমাত্র একাডেমিক কাউন্সিল। যেহেতু একাডেমিক কাউন্সিলে এ বিষয়টি তোলেইনি, সেহেতু এটি আইনবহির্ভূত। উপাচার্য এককভাবে সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি দিতে পারেন না।

এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে কল করা হলেও তিনি ধরেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে অধ্যাপক মোহাসীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত