Ajker Patrika

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯: ২৫
পটুয়াখালীর মাছ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর মাছ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা

বাঙালি নববর্ষ পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এই উৎসবকে পুঁজি করে পটুয়াখালীর পাইকারি মাছের বাজারে আকাশচুম্বী ইলিশের দাম।

জানা গেছে, দেশের বৃহৎ পাইকারি মাছের বাজার পটুয়াখালীর মহিপুর ও আলীপুরে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে।

৫০০-৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। হঠাৎ ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখমুখে বিরক্তির ছাপ।

পটুয়াখালীর মাছ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর মাছ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা

ইলিশ কিনতে আসা মাধ্যমিক শিক্ষক অমল চন্দ্র বলেন, ‘মাছ কিনতে এসে দেখি, ইলিশের দাম চড়া, এখন আর কী করার। দাম অনুযায়ী টাকা না থাকায় অন্য মাছ কিনতে হলো। এবার ইলিশ-পান্তা আর খাওয়া হলো না।’

মহিপুর হাওলাদার মৎস্য আড়তের মালিক মো. জলিল হাওলাদার বলেন, সাগরে মাছ নেই, পয়লা বৈশাখ উপলক্ষে সারা দেশে ইলিশের বেশ চাহিদা, মাছের চাহিদা অনুযায়ী না থাকায় ইলিশের দাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত