হোম > সারা দেশ > বরিশাল

মুলাদি থেকে নিখোঁজ বৃদ্ধাকে নয় মাস পর আগৈলঝাড়ায় উদ্ধার

প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের মুলাদি উপজেলা থেকে নিখোঁজ নুরবানু (৬০) নামের এক বৃদ্ধাকে বরিশালের আগৈলঝাড়া থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের নয় মাস পর গত শনিবার রাত ৯টায় আগৈলঝাড়ার বাকাল বাজারের নওপাড়া স্ট্যান্ড থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

জানা যায়, নয় মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরবানু। নিখোঁজের পর স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে গত রাতে বরিশালের আগৈলঝাড়া বাকাল বাজারের নওপাড়া স্ট্যান্ডে শিউলী স্টোরে তাঁকে বসে থাকতে দেখেন বাকাল গ্রামের ফজলু তালুকদারের ছেলে আলাউল তালুকদার, শাহিন ব্যাপারীর ছেলে সাঈদ হাসান রাতুল ও রুবেন ব্যাপারীর ছেলে জেমস ব্যাপারী। বাড়ি কোথায়—জানতে চাইলে তিনি জানান, তাঁর বাড়ি মুলাদি উপজেলার তেরচর গ্রামে।

আলাউল তালুকদার বলেন, `ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে আমরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানাই। পরে আগৈলঝাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সমীরণ হালদার জানান, পুলিশ এই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা ও ওষুধ দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও জানান চিকিৎসক।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিলটন জানান, মুলাদি থেকে নিখোঁজ ওই বৃদ্ধার পরিচয়ে জানা যায়, তাঁর নাম নুরবানু এবং স্বামীর নাম জলিল কবিরাজ। পরে পুলিশ ওই বৃদ্ধার ছেলে সেকেন্দার কবিরাজের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা নিখোঁজ মাকে নিয়ে আগৈলঝাড়ায় চলে যান।

বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ

ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় শিশু নিখোঁজ

বরিশাল সিটি করপোরেশন: চাকরিচ্যুত ১৬০ শ্রমিককে পুনর্বহাল ও বকেয়া বেতন দাবি

গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, জালিমদের বিচার দেখতে চাই: জামায়াতের আমির

ডাকাতির সময় ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

জালিমদের ভয় দেখাতে, শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মৃত আ.লীগ নেতার নামে বিএনপি নেতার মামলা

বরগুনায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, আহত ২০

বরগুনায় ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন