পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময় ছালাম হাওলাদার (৫০) ও আব্দুল মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মো. রফিকুল ইসলামের সাইকেলের যন্ত্রাংশের দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুটে নেয়। এ সময় রফিকুলের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা পালানোর সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আব্দুল ছোমেদের ছেলে মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তিকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৫ সালের ৩ নভেম্বর ডাকাতিকালে গুলি করে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে খালাস দেন আদালত।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময় ছালাম হাওলাদার (৫০) ও আব্দুল মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মো. রফিকুল ইসলামের সাইকেলের যন্ত্রাংশের দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুটে নেয়। এ সময় রফিকুলের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা পালানোর সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আব্দুল ছোমেদের ছেলে মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তিকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৫ সালের ৩ নভেম্বর ডাকাতিকালে গুলি করে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে খালাস দেন আদালত।
ঢাকা মহানগরে বর্তমানে বিভিন্ন ধরনের ২২ লাখের বেশি মোটরযানের নিবন্ধন (রেজিস্ট্রেশন) রয়েছে। এ ছাড়া রয়েছে পায়েচালিত কয়েক লাখ রিকশা। এসব যানবাহনের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে-রাতে যানজট লেগেই থাকে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এ পরিস্থিতিতে বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত কয়েক লাখ রিকশা-অটোরিকশা
৪ মিনিট আগেরাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকার শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চার যুবক। তাঁরা হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।
১৫ মিনিট আগেরাজধানীর পল্টন থেকে ২০ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মীর হাফিজুর রহমান(৪৫)। সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর কুষ্টিয়ার মিরপুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
১৭ মিনিট আগেবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।
২ ঘণ্টা আগে