দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় প্রায় দেড় বছর আগে মারা যাওয়া এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। মামলায় তাঁকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে।
ওই নেতার নাম মো. হারুন সরদার (৫২)। তিনি উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হারুন ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। চলতি মার্চ মাসের ১৩ তারিখ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালির করা মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সমাবেশ পণ্ড করে দেন। এ ঘটনায় সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ মামলায় মৃত হারুনকে আসামি করা প্রসঙ্গে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির বলেন, ‘আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন, বানোয়াট ও হয়রানিমূলক মামলা।’
জানতে চাইলে মামলার বাদী সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
যোগাযোগ করা হলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘১৩ মার্চ সবুজ ঢালি মামলা দায়ের করেন। এজাহারনামীও কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃত সনদ পেলে নাম বাদ দেওয়া হবে।’ মৃত ব্যক্তির নাম এজাহারভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এ জন্য দায়ী মামলার বাদী।’
পটুয়াখালীর দশমিনায় প্রায় দেড় বছর আগে মারা যাওয়া এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। মামলায় তাঁকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে।
ওই নেতার নাম মো. হারুন সরদার (৫২)। তিনি উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হারুন ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। চলতি মার্চ মাসের ১৩ তারিখ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালির করা মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সমাবেশ পণ্ড করে দেন। এ ঘটনায় সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ মামলায় মৃত হারুনকে আসামি করা প্রসঙ্গে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির বলেন, ‘আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন, বানোয়াট ও হয়রানিমূলক মামলা।’
জানতে চাইলে মামলার বাদী সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
যোগাযোগ করা হলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘১৩ মার্চ সবুজ ঢালি মামলা দায়ের করেন। এজাহারনামীও কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃত সনদ পেলে নাম বাদ দেওয়া হবে।’ মৃত ব্যক্তির নাম এজাহারভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এ জন্য দায়ী মামলার বাদী।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাফি নিজেই ছবিসহ বিয়ের ফেসবুকে জানিয়েছেন। নেত্রকোণা জেলার সন্তান রাফি বরগুনার এক মেয়েকে বিয়ে করেছেন। কনে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্র
১৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেশিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় রশিদ আহমদ (২৮) নামের এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত নিহত ব্যক্তির বড় ভাই রাজা মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগেনওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
৩০ মিনিট আগে