হোম > সারা দেশ > বরিশাল

চলতি মাসে পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

চলতি মাসে পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু। ছবি: আজকের পত্রিকা

মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।

সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।

উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।

বিএম কলেজের জীবনানন্দ হলের ডাইনিংয়ে অগ্নিকাণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ