হোম > সারা দেশ > বরিশাল

৯ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১৮: ০০
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণসহ ৯ দফা দাবিতে পটুয়াখালী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছেন। আজ রোববার জেলার কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর, ব্যবসায়ী মাহবুবুল আলম নাঈম, বিলকিস বেগম প্রমুখ।

এ সময় বক্তারা তাঁদের দাবি মানা না হলে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার একর জমির ওপর নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছে। এ ব্যাপারে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীলদের কোনো বক্তব্য জানা যায়নি।

রাত ৮টার পর বরিশাল বেলস্ পার্কে শিক্ষার্থীরা থাকতে পারবে না

সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ১৫ ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগ

খালে বাঁধ দিয়ে মাছের খামার, ফসলি জমিতে জলাবদ্ধতার শঙ্কা

সেকশন