হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ২ বাস কাউন্টারে জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

বিএম কলেজের জীবনানন্দ হলের ডাইনিংয়ে অগ্নিকাণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ