হোম > সারা দেশ > বরিশাল

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরগুনার তালতলীতে একই মহল্লার নয়টি বাড়িতে চুরি হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের এসব বাড়ি থেকে চোর চক্র নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে তাঁরা চুরির বিষয়টি জানতে পারেন।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা পেয়ে উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের জিয়াউল হক রুবেল, রাশেদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, ইউসুফ আকন, গোপাল চন্দ্র বিশ্বাস, নাদিয়া আক্তার মেরি, শাহনাজ আক্তার, আফতাব উদ্দিন ও নান্না মিয়ার বাড়িতে চুরি হয়। এর মধ্যে রুবেলের বাসা থেকে ১২ হাজার টাকা ও ছয় আনা স্বর্ণের তিনটি আংটি এবং আফতাব উদ্দিনের ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী জিয়াউল হক রুবেল বলেন, এসব বাড়িতে বসবাসকারী সবাই চাকরিজীবী। ঈদের ছুটিতে তাঁরা গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে চোর চক্র ঘরে ঢুকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে। ছুটি শেষে বাড়ি ফিরে তাঁরা বিষয়টি টের পান। তাঁর ঘর থেকে নগদ ১২ হাজার টাকা এবং তিনটি আংটি নিয়েছে চোর চক্র।

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

বিএম কলেজের জীবনানন্দ হলের ডাইনিংয়ে অগ্নিকাণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ