হোম > সারা দেশ > বরিশাল

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি, ‘ইতিবাচক’ বললেন স্থানীয়রা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

বেতাগীতে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছে বিএনপি। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা জানান, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদক কারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিস–বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে।

তাই মাদক কারবারি, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।  

বেতাগীতে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছে বিএনপি। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

বরিশাল বারের নির্বাচন বয়কট আওয়ামী ও বামপন্থী আইনজীবীদের

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সেকশন