ভোট পাওয়া দূরের কথা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কোনো এজেন্ট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। আজ শনিবার দুপুরে জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্যে মতিয়ার রহমান এ মন্তব্য করেন।
এ সময় সেখানে বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। মতিয়ার রহমানের এমন বক্তব্য আক্রমণাত্মক ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলে দাবি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের।
বরগুনা-১ আসন থেকে মোট তিনজন আওয়ামী লীগ নেতা এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান। তাদের মধ্যে খলিলুর রহমানের মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ে বাতিল হলেও তিনি আপিল করেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে তালতলীর গোডাউন সংলগ্ন কলবাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবীউল কবির জোমাদ্দার। অতিথি হিসেবে না থাকলেও এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সফরসঙ্গি হিসেবে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।
মতিয়ার রহমান বক্তব্যে আরও বলেন, ‘উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি একজনও যদি নৌকার বিরুদ্ধে যেতে পারে তবে আমরা নির্বাচন থেকে সরে যাবো। ’
বরগুনা-১ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্র এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। একই সঙ্গে নৌকার মনোয়ন যারা পেয়েছে তাদের জনপ্রিয়তা যাচাইও হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্ত দলীয় বর্ধিতসভায় মতিয়ার রহমান যে বক্তব্য রেখেছেন এটা একপ্রকার স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেয়া। তার এমন আক্রমনাত্মক বক্তব্য কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক ও পেশিশক্তি প্রদর্শনের সামিল। আমরা আশা করি কেন্দ্র বিষয়টি বিবেচনা করবে।’
এ বিষয়ে জানতে বরগুনা আমতলী উপজলো আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের মুঠোফোনে বলেন- ‘এজেন্ট দিতে পারবে না এটা আমি বলেছি। আমি বোঝাতে চেয়েছি আমাদের দলীয় কেউ স্বতন্ত্রেও এজেন্ট হতে পারবে না।’ চিরুণি অভিযান প্রসঙ্গে মতিয়ার রহমান বলেন, ‘আমাদের দলের কেউ স্বতন্ত্রের পক্ষে কাজ করে কিনা সেটা জানতে চিরুণি অভিযান চালাবো বলেছি। আমি যা বলেছি দলীয় নেতা-কর্মীদের উদ্ধুদ্ধ করতে বলেছি। এটা স্বতন্ত্রের জন্য হুমকি না।’