হোম > সারা দেশ > বরিশাল

ধর্মঘট ডেকে ৬ ঘণ্টা পর প্রত্যাহার করলেন ঝালকাঠির বাস মালিকেরা

ঝালকাঠি প্রতিনিধি  

চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।

এই ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ সুপারের আশ্বাসে রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে নলছিটির ষাটপাকিয়া বাজারে স্থানীয় বসুন্ধরা ক্লাব ও সচেতন যুব সমাজ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, বহুদিন ধরে ষাটপাকিয়া এলাকায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এতে যাত্রী ও চালকদের মারধর, হয়রানি, এমনকি চাঁদাবাজি চলছে। সরকার পরিবর্তনের পরও এই অবস্থার পরিবর্তন হয়নি। বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, চেকপোস্ট তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনের পরপরই ঝালকাঠি বাস মালিক সমিতি ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভাণ্ডারিয়াসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বরিশাল থেকেও কোনো বাস ছাড়েনি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

একজন যাত্রী বলেন, অল্প কিছু ঘটলেই বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই ধরনের আচরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি মো. বাচ্চু হাওলাদার বলেন, ‘অবৈধ যান চলাচল বন্ধে আমরা ষাটপাকিয়া বাজারে বাস মালিক সমিতির লোকজন নিয়মিত চেকপোস্ট করে আসছে। স্থানীয় কিছু ব্যক্তি প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মানববন্ধন করেছে। চাঁদা আদায়ের সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

বাস মালিক সমিতি ১৮ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় ঝালকাঠি থেকে বাস ছাড়েননি। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালক ও যাত্রীদের হয়রানি করছে। তারা চালকদের মারধর এবং গাড়ির চাকা পাংচার করে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, রাতে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর তারা ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ একত্রিত আলোচনায় করে সিদ্ধান্ত নেবেন ওখানে বাস মালিক সমিতির চেকপোস্ট থাকবে কিনা।

বিএম কলেজের জীবনানন্দ হলের ডাইনিংয়ে অগ্নিকাণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

পয়লা বৈশাখকে পুঁজি করে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ