ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কে মায়ের সঙ্গে ঘুরতে এসে ব্রিজ থেকে পোনা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশু সিন্থিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন ব্যাপারীবাড়ির পাশে নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন ব্যাপারীবাড়ির পাশে খালের চর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ভান্ডারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছিলাম।’
সিনথিয়ার বাবা কাউসার খান আজকের পত্রিকা বলেন, ‘সকালে মৃতদেহ উদ্ধারের পর থানা থেকে মোবাইল ফোনে করলে আমরা মৃতদেহ নিতে এসেছি।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান আজকের পত্রিকা বলেন, ‘ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’