নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ। আজ রোববার দুপুর ২টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় সাজ্জাদ রশিদ বলেন, ‘গতকাল (শনিবার) রাত থেকে আমার বাড়ির সামনে ককটেল ফুটিয়ে, আমার ভোটার এবং এজেন্টদের হুমকি-ধামকি দিয়ে ভীতি সঞ্চার করে আসছে। আমার গাড়িতে হামলা করা হয়েছে। আমার কর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেও প্রতিকার পাইনি।’
প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে এই প্রার্থী আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন তুলতে চাই, এই কি আপনাদের ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন? এমতাবস্থায় আমি নির্বাচন বর্জন করলাম।’
এ সময় জাতীয় পার্টির ফরিদগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।