কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেছেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র মুখোশধারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে গুলি করে। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে দিনের বেলায় কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেছেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র মুখোশধারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে গুলি করে। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে দিনের বেলায় কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গতকাল মধ্যরাতে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী বাস কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন। উভয় পক্ষের মধ্যে দুই মাসের মধ্যে ডিপো সরানোর বিষয়ে সমঝোতা হয়।
৭ মিনিট আগেনরসিংদীর মনোহরদীতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেসিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে, যখন বিজিবি টহল দল সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগেএলডিপি চেয়ারম্যান বলেন, ‘বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচতে হবে। ভয় পেলে চলবে না। ড. ইউনূস আওয়ামী লীগকে এখনো ভয় পান। তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি।’
১ ঘণ্টা আগে