লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে গত বুধবার (২৯ জানুয়ারি) রামগতি উপজেলার আলেক্সান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আলেক্সান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা যায়। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের পাশে বসা ছিলেন।
এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজাম।
উপজেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির উঠান বৈঠকে—ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবে বিএনপির ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নির্দেশ রয়েছে। কিন্তু বিএনপির উঠান বৈঠকে কীভাবে আওয়ামী লীগের নেতা অতিথি হয়ে আসেন সেটাই এখন বড় প্রশ্ন। দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আহ্বান জানান তৃণমূলের বিএনপির নেতা–কর্মীরা।
এই ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন সাংবাদিকদের বলেন, ‘আমি যেহেতু ইউপি চেয়ারম্যান। সে হিসেবে বিএনপির উঠান বৈঠকে গেছি। এই বিষয়টি সাবেক এমপি সাহেব (আশরাফ উদ্দিন নিজাম) জানেন। আমি এই বিষয়ে কিছু বলব না।’
রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। আমাদের নেতা–কর্মীরা এই নিয়ে চরম উত্তেজিত ও ক্ষুব্ধ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’