Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুর

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুর

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এ সময় প্রাইভেট কারের কাচ ভেঙে গেছে। তাতে আব্দুল্লাহ আল নোমান আহত না হলেও জেলা বিএনপির সহসভাপতিসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা বিএনপি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কলেজ রোডের নারকেলবাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান। তাঁর গাড়িবহর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে পরিকল্পিতভাবে হামলা করা হয়। এ সময় নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম এইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা উসকানিমূলকভাবে ইটপাটকেল ছুড়তে থাকলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পুলিশ পরিচয়ে বান্দরবানে রাবার গোডাউনে ডাকাতি, আটক ১

খাগড়াছড়িতে মালিকের বাড়ি থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা