খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এ সময় প্রাইভেট কারের কাচ ভেঙে গেছে। তাতে আব্দুল্লাহ আল নোমান আহত না হলেও জেলা বিএনপির সহসভাপতিসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা বিএনপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কলেজ রোডের নারকেলবাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান। তাঁর গাড়িবহর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে পরিকল্পিতভাবে হামলা করা হয়। এ সময় নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।
তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম এইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা উসকানিমূলকভাবে ইটপাটকেল ছুড়তে থাকলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।