Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌকার নদভীর মেয়ে টাকা বিলি করছেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌকার নদভীর মেয়ে টাকা বিলি করছেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার দুপুরে এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে এ অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব।

অভিযোগ থেকে জানা যায়, নদভীর পক্ষে নির্বাচনী প্রচারকালে তাঁর মেয়ে ও সহকর্মীরা বিভিন্ন স্থানে নগদ টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করছেন। টাকা দিয়ে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাচ্ছেন। নির্বাচনের আগের রাতেও নগদ টাকা বিলানো হবে— এমন বলে বেড়াচ্ছেন নদভী। 

অভিযোগের ব্যাপারে ড. আবু রেজা নদভী বলেন, ‘আমার মেয়ের হাতে কোনো টাকা দিই নাই। মোতালেব টাকা বিতরণের যে ছবি দেখাচ্ছে, তা আমার প্রচারণার সময় কোনো এনজিও সংস্থার কর্মী সেখানে তাঁদের ঋণের টাকা আদায় করছিলেন।’

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গতি আনতে তিন কাজ মিলিয়ে একটি প্রকল্প

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না: মাহফুজ আলম

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার