Ajker Patrika

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৭: ৪৬
ফাইল ছবি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের দুই বন্ধু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন আব্দুল কাইয়ুম ও তারেক। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় ট্রেনের ছাদে বসে ওই চার যুবক টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেতুর ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকের মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ওই চার বন্ধু ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত যুবকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত