Ajker Patrika

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কক্সবাজার প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ভাশুরের ছুরিকাঘাতে জান্নাত আরা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। দুই সন্তানের মা নিহত জান্নাত আরা ওই এলাকার ইসমাইল মিরকিসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক সেবন নিয়ে ইসমাইলের বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম লুতার (৩০) সঙ্গে জান্নাত আরার কথা-কাটাকাটি হয়। এ সময় ইব্রাহীম তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। চিৎকার শুনে এলাকাবাসী জান্নাত আরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, ‘ইব্রাহীম মাদকাসক্ত ছিলেন। শুনেছি, কথা-কাটাকাটির জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তিনি।’

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ইব্রাহীমকে আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত