Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বাড়ি দখল: বিএনপি নেতাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বাড়ি দখল: বিএনপি নেতাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪২
বাড়ি দখলের মামলায় গ্রেপ্তার কয়েকজন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি তিনতলা ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে বিএনপি নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক মাইন উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তারসহ ১০টি পিকআপ জব্দ করা হয়েছে।

মামলায় পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ চার ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪৬ জনকে আসামি করা হয়।

এর আগে আজ ভোরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওই বাড়ি দখলের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৪২ জনকে আটক করে। পরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করে। এ সময় ১০টি পিকআপ জব্দ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাড়ির মালিক মাইন উদ্দিন বলেন, সাড়ে ৪ কোটি টাকায় বাড়িটি বিক্রি করা হয়। আনোয়ার হোসেন ও তাঁর লোকজন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২৮ লাখ টাকা দিয়ে আনোয়ার হোসেন মারধর করে বাড়িটি দখল করে নেন। এ ঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, বাড়ি দখল ও মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়।

বাড়ি দখলের মামলায় গ্রেপ্তার কয়েকজন। ছবি: সংগৃহীত
বাড়ি দখলের মামলায় গ্রেপ্তার কয়েকজন। ছবি: সংগৃহীত

তবে জবরদখল ও চাঁদাবাজির বিষয়টি সত্য নয় বলে দাবি করেন পুলিশের হাতে আটক ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি সদর থানায় সাংবাদিকদের কাছে দাবি করেন, বাড়িটি তিনি কিনেছেন। তবে পুরো টাকা দেওয়া হয়নি। বাড়ি রেজিস্ট্রি করে না দেওয়ায় দখলে নেওয়া হয়েছে।

শহরের লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশের তিনতলা বাড়িটি বন্ধক রেখে ব্যাংক থেকে ৯ কোটি টাকা ঋণ নেন মাইন উদ্দিন। সেই দেনা পরিশোধ করতে বাড়িটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে সাড়ে ৪ কোটি টাকায় রফা হয়। পরে ২৮ লাখ টাকা বায়না করেন তাঁরা। গতকাল বুধবার বিকেলে লোকজন নিয়ে ভবনে আনোয়ার হোসেন ট্রেডার্স নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। তা ছাড়া ১০টি ট্রাক রেখে ভবনের সামনের অংশ দখলে নেওয়া হয়। খবর পেয়ে আজ ভোরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ৪২ জনকে আটক করে।

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গতি আনতে তিন কাজ মিলিয়ে একটি প্রকল্প

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না: মাহফুজ আলম

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার