মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি আজকের পত্রিকাকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত ৭ দিনের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
হরিরামপুর উপজেলার খাজা রহমত আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।