হোম > সারা দেশ > ঢাকা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদ্‌যাপন করা হয়েছে। আজ বুধবার গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে বাহিনীর সদস্যরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করেছেন। ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ১৬টি আনসার ব্যাটালিয়ন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলায় বাহিনীর সদস্যরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২৪ সালের ঘূর্ণিঝড় ‘রেমাল’ এবং ফেনী-নোয়াখালী অঞ্চলের আকস্মিক বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্যাকবলিত জনগণের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, গৃহনির্মাণে সহায়তা, কৃষকদের ধানের চারা বিতরণ এবং দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে দেওয়ার মাধ্যমে বাহিনীর সদস্যরা মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। ঢাকার বঙ্গবাজার ও নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ এবং ক্ষতিগ্রস্ত জনগণ ও ব্যবসায়ীদের সহায়তায় কাজ করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের কল্যাণের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বাহিনীপ্রধানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনসার ব্যাটালিয়নের ফ্রেশ রেশন ভাতা বৃদ্ধি, অঙ্গীভূত আনসারদের রেশন স্কেল উন্নয়ন এবং ভিডিপি সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি ক্লাব-সমিতি, আনসার-ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি, আনসার-ভিডিপি ট্রাস্ট এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কার্যকরভাবে কাজ করছে।

অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাহিনীর ১৫৬ কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

সমাবেশে অন্য উপদেষ্টামণ্ডলী, প্রধান নির্বাচন কমিশনারসহ আমন্ত্রিত সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা, কর্মচারী, সদস্য উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ