Ajker Patrika

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।

রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত