Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গ্রেনেড হামলার মামলায় আসামিদের ঢালাও খালাস ফ্যাসিবাদকে মদদ জোগাবে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেনেড হামলার মামলায় আসামিদের ঢালাও খালাস ফ্যাসিবাদকে মদদ জোগাবে: সিপিবি
ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার দলের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ জানান।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে দলটির ২৪ নেতা-কর্মী নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে গতকাল রোববার খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিবৃতিতে সিপিবি নেতারা গ্রেনেড হামলার ঘটনাকে জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক ন্যক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, কোনো শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিক এই নির্মম হামলা বিনা শাস্তিতে যেতে দিতে পারে না।

বিবৃতিতে বলা হয়, আসামিদের ঢালাওভাবে খালাস দেওয়া এবং বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও বাতিল ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করল। এ রায়ে হামলায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটাল।

এই রায়ের মধ্য দিয়ে ঢালাওভাবে সব আসামিকে খালাস দেওয়ায় ভবিষ্যতে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ জোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পথ অনুসরণ এবং আইনের শাসনের যথাযথ বরখেলাপ বলে মনে করে সিপিবি।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর নেপথ্যের হোতাদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সিপিবি নেতারা বলেন, এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের প্রহসন হয়েছে। দেশবাসী আর কোনো প্রহসন দেখতে চায় না। এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক

ছাপা বইয়ের নানা বিকল্প