হোম > সারা দেশ > ঢাকা

দর্শকের মন ছুঁয়ে গেল ‘কলঙ্কিত সমাজ’

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

‘কলঙ্কিত সমাজ’ যাত্রাপালার দৃশ্য উপভোগ করছেন দর্শকেরা। ছবি: আজকের পত্রিকা

আধুনিক জীবনযাত্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্য যাত্রাপালা। সাধারণ মানুষের বিনোদনের পন্থা কমে এসেছে। তাই এই লোকসংস্কৃতি পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জের গিলন্ড বন্ধু মহল নাট্যগোষ্ঠী।

গিলন্ড বন্ধু মহল নাট্যগোষ্ঠীর তত্ত্বাবধানে মঞ্চস্থ হলো জীবনমুখী যাত্রাপালা ‘কলঙ্কিত সমাজ’। এতে সমাজের প্রভাবশালীদের বিভিন্ন অসংগতি-নির্যাতনের কথা উঠে এসেছে। যাত্রাপালায় উচ্চারিত হয়েছে অন্যায়ের প্রতিবাদে অবহেলিতদের উত্থানের কথা। এ ছাড়া নাচ-গানের সঙ্গে উপস্থাপিত হয়েছে রোমাঞ্চকর দৃশ্য।

গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড দরবার শরীফে যাত্রাপালা কলঙ্কিত সমাজ মঞ্চস্থ হয়। এটি লিখেছেন বিশিষ্ট লেখক আমজাদ হোসেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. লাভলু মিয়ার প্রযোজনায় পালাটি পরিচালনা করেছেন অভিনেতা ও পরিচালক সেলিম খান।

প্রযোজক মো. লাভলু মিয়া বলেন, যাত্রাপালাটি একেবারেই গ্রামবাংলার একটি সহজ-সরল পরিবারের কাহিনি। সমাজের বিভিন্ন অসংগতি-নির্যাতন ও প্রতিবাদের উত্থানকাহিনী উঠে এসেছে এই পালাটিতে। আধুনিক কালে এসে যাত্রাপালার কথিত যে আধুনিক সংস্করণ বর্তমানে দেখা যায়; তাতে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই। কিন্তু কলঙ্কিত সমাজ পালাটি দর্শক খুব ভালোভাবে নিয়েছে।

‘কলঙ্কিত সমাজ’ যাত্রাপালার দৃশ্য উপভোগ করছেন দর্শকেরা। ছবি: আজকের পত্রিকা

যাত্রাপালাটিতে অভিনয় করেছেন আবুল বাশার, কালাম, প্রিয়া, লাভলু, তমা, সাবিত্রী, সেলিম খান, এরশাদ, আকরামসহ অনেকে।

‘কলঙ্কিত সমাজ’ যাত্রাপালার দৃশ্য উপভোগ করছেন দর্শকেরা। ছবি: আজকের পত্রিকা

নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ যাত্রাপালাটি উপভোগ করে প্রশংসা করেছেন। তাঁরা বলেন, গ্রাম বাংলায় এখন হারিয়ে যেতে বসেছে যাত্রাপালা। এখন আর আগের মতো পালা মঞ্চস্থ হয় না। কিন্তু ‘কলঙ্কিত সমাজ’ দেখে খুব ভালো লেগেছে। সমাজের প্রভাবশালীদের অন্যায়ের কথা উঠে এসেছে। আমরা চাই এমন ভালো যাত্রাপালা গ্রামে আরও মঞ্চস্থ হোক।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ