আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন দাপুটে দুই টিভি অভিনেতা ও পরিচালক। আজ বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের ডা. আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন মাহমুদের নির্বাচনী সভায় অংশ নেন তাঁরা।
এ সময় দুই তারকাসহ সভায় বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে অংশ নেন এবং গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন মাহমুদ। এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন চরকাটারি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মো. শামিম রেজা এবং নাট্য ও চলচ্চিত্র অভিনেতা ফারুক আহমেদ নির্বাচনী এক সভায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদের ঈগল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এ সময় উভয় অভিনেতাই স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদের ভূয়সী প্রশংসা করে এলাকার উন্নয়নে তাঁকে ভোট দিতে ভোটারদের অনুরোধ করেন।
সভায় বক্তব্য রাখেন—বাচামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক, উপজেলা আওয়ামী গের সাবেক সভাপতি সার্জেন্ট নুরুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন কম্বস, বাচামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
এই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল (লাঙ্গল), মো. মোনায়েম খান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম (নোঙ্গর), মোহাম্মদ শাহজাহান খান গণফ্রন্ট (মাছ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকগঞ্জ-১ ঘিওর-দৌলতপুর-শিবালয় এ তিনটি উপজেলা গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার।