হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমকে হত্যাচেষ্টা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই তারিখ ধার্য করেন। 

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুর উদ্দিন প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন। 

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধোরের ঘটনায় বনানী থানায় গত বছর ১৮ জুলাই হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারি মো. সুজন রহমান শুভ বনানী থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়, গত বছর ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের সংসদ নির্বাচনকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালায় তাঁরা। 

একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আরেকজন তলপেটে লাথি মারে। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলারবাদি এবং পণ্য ব্যক্তিগত সরকারি পরাণ সরকার রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে নীলা ফুলা জখম করে। পরে তারা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন