শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশু–নারীসহ আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার মাওনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–পোলট্রি খামারি আতিক হাসান (৪০), কৃষক সেকান্দর আলী (৪৭), শিশু শিক্ষার্থী রুহান (৭), নাসরিন আক্তার (৩৫), স্কুলছাত্রী কুলসুম আক্তার (১৪), কৃষক আনিছুর রহমান (৪৫), আল আমিন (৩২), আসাদুল ইসলাম (৩৫), মহিবুল ইসলাম বুলু (৪০), কাঞ্চন নেছা (৪৫), রমিজা বেগম (৬০), সুমন (৩২) ও মইজুদ্দিন (৫০)।
আহতদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন দিন মাওনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুর যাকে যেখানে পেয়েছে কামড়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেকেই আবার ঢাকায় গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘কুকুরের কামড়ে আহত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। পাগলা কুকুরটিকে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে গত ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিয়েছেন।’