হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, পিকআপের চালক কাঞ্চন (২৩) ও তাঁর সহকারী আশরাফুল (১৯)।

কাঞ্চন জামালপুর সদর উপজেলার আনিসুর রহমানের ছেলে। আশরাফুল নেত্রকোনার বারহাট্টা উপজেলার রোদনূর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকাগামী লেনে একটি ইটবোঝাযই ট্রাক থেমে ছিল। শনিবার দিবাগত রাত একটার দিকে ট্রাকটিকে পেছন থেকে আসা একটি পিকআপ জোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঘটনার পর ইটবোঝাই ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ