Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা তোলাকে কেন্দ্র করে চাঁদাবাজদের হামলায় যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার উলুসাড়ার চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আবুল কালাম (২৬) টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরে পিচ্চি আকাশের নেতৃত্বে একটি গ্রুপ এবং শাহরিয়ার নাফি ওরফে ইমনের নেতৃত্বে আরেকটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। হারুনুর রশিদের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে একটি বেকারিতে চাঁদা আদায় নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

গতকাল রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশের গ্রুপের সদস্যরা চাঁদা তুলতে গেলে শাহরিয়ার নাফি, আবুল কালামসহ অপর গ্রুপ বাধা দেয়। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় আকাশের গ্রুপের সদস্যরা। এতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, কালিয়াকৈরের একটি বেকারিতে দুপক্ষ চাঁদা আনতে গেলে তাদের মাঝে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার