Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

২০ বছর পর কমিটি পেল হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

২০ বছর পর কমিটি পেল হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগ

মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’ 

সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’

এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি