হোম > সারা দেশ > ঢাকা

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে। এ সময় তারা বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে।

বারির সূত্র জানায়, সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের দলে ৩৮ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁদের মধ্যে যুগ্ম সচিব ৩৪ জন, কর্নেল ১ জন, ক্যাপ্টেন ১ জন, গ্রুপ ক্যাপ্টেন ১ জন, ডিআইজি ১ জন এবং ৪ জন কোর্স সদস্য ছিলেন।

প্রশিক্ষণার্থীদের দলটি সোমবার সকালে বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি সম্মেলনকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। পরে বারির কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বক্তব্য দেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদসহ বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা।

পরে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ