Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ছাত্র রোবেলের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি

সাবেক ছাত্র রোবেলের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রোবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০-১১ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা রোবেলের মৃত্যু হয় সেলফি পরিবহনের বাসচাপায়। এ সময় আরও দুজন নিহত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করে, তাদের জন্য সেলফি পরিবহন রীতিমতো আতঙ্কের নাম। গতকাল জাবি শিক্ষার্থী রোবেলকে ওই বাস চাপা দিয়ে হত্যা করেছে। এটার বিচার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘রোবেল পারভেজের যে ক্ষতি হয়েছে, তা আমরা পুষিয়ে দিতে পারব না। কিন্তু তার পরিবারের সমস্ত ক্ষতিপূরণ সেলফি পরিবহনকে দিতে হবে এবং এই বাসের রুট পারমিট বাতিল করতে হবে।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি