টাঙ্গাইলের ধনবাড়ীতে ইটভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী পৌর এলাকার কয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ও তাঁর সহকারী পালাতক রয়েছেন।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক টাঙ্গাইল সদরের কাকুয়া মধ্যপাড়া এলাকার আ. রাজ্জাকের ছেলে মো. সোহেল (৩২) ও তাঁর সহকারী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চরআদ্রা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া (২৫)।
থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।