হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে বেতন বৃদ্ধির দাবিতে নাহিদ কটন মিলের শ্রমিকদের বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নাহিদ কটন মিলের প্রায় তিন হাজার শ্রমিক তাদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সালাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললে বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। 

নাহিদ কটন মিলের শ্রমিকেরা জানান, বিজিএমইএর নতুন বেতন কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত বেতন দিয়ে আসছিল। এ নিয়ে তাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মিল থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। 

মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়েছে। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আগামী মাস থেকে নতুন বেতন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ