Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে যুবকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে যুবকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ 

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে মহারাজা (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রায় এক বছর আগে অভিযুক্ত মহারাজার সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার বিকেলে টঙ্গীর আউচপাড়া এলাকায় মহারাজার পরিচিত এক ব্যক্তির বাসায় ওই নারীকে ডাকেন। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘটনার পর বিয়ের জন্য বললে মহারাজা বিয়েতে অস্বীকৃতি জানায়। পরে আজ (বুধবার) ওই নারী থানায় মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি