হোম > সারা দেশ > ঢাকা

লোকনাথ পঞ্জিকা মেনে শুক্রবার ঈদ করবেন শরীয়তপুরের সুরেশ্বরের মুরিদেরা

শরীয়তপুর প্রতিনিধি

সৌদি আরবসহ পৃথিবীর কোথাও আগামীকাল শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদ্‌যাপন না হলেও শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের পীর ও তার ভক্তরা আগামীকাল শুক্রবার ঈদ পালন করবেন বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামায়াত। 

ঈদের নামাজের জন্য দরবার শরীফ প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার সকাল ৯টার আগেই জামায়াতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দরবারের প্রধান খাদেম মনসুর আলী মৃধা। 

আজ বৃহস্পতিবার দুপুরে সুরেশ্বর দরবার শরীফে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা ঈদের নামাজের জন্য দরবার শরিফের মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় কথা হয় দরবার শরিফের প্রধান খাদেম মনসুর আলী মৃধার সঙ্গে। 

খাদেম মনসুর আলী মৃধা বলেন, সুরেশ্বর দরবার শরিফের পীর ও তার ভক্তরা সৌদি আরব বা অন্য কোনো দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করেন না। তারা বাংলা লোকনাথ পঞ্জিকা অনুযায়ী ঈদ উদ্‌যাপন করে থাকেন। যা অধিকাংশ সময় সৌদি আরব বা অন্য দেশের সঙ্গে মিলে যায়। 

মনসুর আলী আরও বলেন, শুক্রবার সকাল ৯টায় দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন দরবার শরিফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। ঈদের নামাজের জন্য দরবার শরীফে সকল প্রস্তুতি চলছে। সকালের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। 

খাদেম মনসুর আলী মৃধা বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার ১ থেকে দেড় হাজার ভক্ত অনুসারী দরবার শরীফে ঈদের জামায়াতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ ভক্ত অনুসারী রয়েছে। শুক্রবার তারাও নিজ নিজ এলাকায় ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করবে। 

খাদেম মনসুর আরও বলেন, সুরেশ্বর দরবার শরিফের পীর ও ভক্তরা সৌদি আরব বা অন্য কোনো দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন না। তারা বাংলা লোকনাথ পঞ্জিকা অনুযায়ী ঈদ পালন করে থাকেন। যা অধিকাংশ সময় সৌদি আরব বা অন্য দেশের সঙ্গে মিলে যায়। আমি পঁচিশ বছর যাবৎ দেখে আসছি সুরেশ্বর দরবার শরিফের পীর ও ভক্ত অনুসারীরা বাংলা লোকনাথ পঞ্জিকা অনুযায়ী ঈদ উদ্‌যাপন করে আসছে।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ