Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম সাকিব বিন সম্রাট (২৮)। তিনি বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সম্রাট বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় তিনি বাসার ছাদে ওঠেন। ছাদে ওঠার কিছুক্ষণ পর বাড়ির একপাশে তাঁর ডাক চিৎকার শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বাবা সালাহ উদ্দিন সরকার বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে কেউই ছিলাম না। খবর পেয়ে ছুটে আসি। লাশ নিয়ে টঙ্গীর বাড়িতে ফিরছি।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি