নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার তথ্য জানা থাকলে তাঁকে অবশ্যই গ্রেপ্তার করা হতো।’ আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওবায়দুল কাদের দেশে ছিলেন এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কীভাবে জানল? আমরা তো জানি না। আমরা জানলে অবশ্যই তাঁকে গ্রেপ্তার করতাম। কোনো অপরাধীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার না করার নজির আমাদের নেই।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি। আমরা সময়-সময় অবহিত করছি, তাড়াতাড়ি প্রকাশের জন্য।’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।’
অনেক পুলিশ কাজে যোগ দিয়েও মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে গেছেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজে যোগ দেওয়ার পর পুলিশ পালিয়ে গেছে, এমন সংবাদ নেই। তারা কাজেই যোগ দেয়নি। যেসব পুলিশ সদস্য পালিয়ে আছে, তাঁরা অপরাধী। তাদের যেখানেই পাওয়া যাবে, ধরা হবে। কেউ খবর দিতে পারলে অপরাধীদের ধরা হবে।’